সে আমার দায়িত্ব, তুমি আমার মস্তিষ্কের বিশ্রাম।
আমার ভোরের আলোক হয়ে বাচ তুমি আপ্রাণ।
সে আমার অভ্যাস আর তুমি অভিপ্রায় হতে চাইলে -
দাস আমি তাই, আগ না বাড়াই, আশংকা বড়ই নইলে।
আমি দাস তার আবদার মিটাই,তখনও করি খেয়াল-
তখনও ঘরে আমি একা ছুই তোমার অস্তিত্বের দেয়াল।
ভালবাসা কই,যা পাই, তাতো -মায়ার শ্রিংখল-বেড়ী-
আবদারহীন শান্তি তাই আঁধারে হাতড়ে ফিরি।
তাকে আমি সুখ কিনে দেই,তোমা হতে চাই পেতে-
লোকেরা যাহা রঙিন দেখে,আমি শুন্য তাতে।
ভালো থাক সে,ভালো থেক তুমি -যতই নিশা নামুক
আমার মনের ম্রিত্যু ঘটে,ভাবুক মনটা জাগুক।