শিশুর মতন ,প্রথম বার বিদ্যাপীঠ গমনের মতন
বাবার হাত ধরে হাটতে শেখার মতন-
শেষ থেকে শুরুর মতন,পতন থেকে উঠে দাড়াবার মতন
শুরু হয় আমাদের অফিস জীবন।
কি আগ্রহ,কি নেশা,কি অভিপ্রায় ,কি দুরন্তপনা চোখে মুখে
ঘোড়ার তেজ,বল্লমের মত ধারাল,কি দুর্বার আহ!
তখোনো পাইনা খোজ শকুনের,তীক্ষ্ণ চোখের ঈগলের
শিকারী খোজে শিকার আর শিকার ধরা দিতে ব্যাস্ত বাহ!
ষান্মাসিক জীবনের সমাপ্তিতে ,শিকারভুমিতে জন্মলগ্ন
ছল ক্রীড়া শুরু হয়,জল ঝরে,বজ্রের ঝ্লকানি,মেঘের ডাক
তবু সে পথে পা বাড়ায় ,সে পা পিছলে যায়,নেশাতুর মন
বিষাক্ত জবান,ঝরে পড়া বিষে,নীতালকন্ঠী হয় শিকারের বাক।
সেই উন্মাত্ততা নেই,তেজ নেই,ধার নেই,ম্রীয়মান চোখ
শুধু দেখে যায়,তাদের জয়রথ,যা চলতেই থাকে
যা ঢেউ হয়,ঢেউ ঝড় হয়,যা থেমে থেমে বান হয়
ভেসে যায় শিকার,এপার থেকে ওপার,শিয়ালের হাকে।