ঠিক নাই, ঠিক হয় না, চলে যায় বেলা-
চলতেই থাকে খামখেয়ালির খেলা।
ভাবি নাই,ভাবা হয় না,শেষ হয় পালা-
গোধূলির আগমন যেন অবেলা।
দেখি নাই,দেখা হয় না,চুপিসারে মন ভোলা-
কাচা বয়সেই আসে বিরহের জালা।
ভাবে মন হাবিজাবি,
হাবিজাবি বায়না
যেখানেই থেমে আছে,
সেখানে রয়না-
চলে দেখ ,গায় দেখ, সাদাকালো ময়না।
গলায় জড়ায় সে হাবিজাবি গয়না।
ভাবি নাই,ভাবা হয় না, সত্যিই দেখা হয় না।।