অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে -
জীবন পাড়ি জমিয়েছে  মাঝ লগ্নে।
সময় লোহার জঞ্জালের মতো জমে আছে বুকে
পাঁজরের ভেতর ঠুকরে খাচ্ছে-
মরচে ধরা স্মৃতির কাক।

দক্ষিণা বাতাসের ছোঁয়ায় ত্বকে উঠে -
হালকা দগদগে অস্বস্তি।
চাঁদের আলো ঝলসে দেয় চোখের পাপড়ি
স্বপ্নগুলো ছাই হয়ে ঝরে পড়ে -
নিঃশেষিত শূন্যতার দিকে।

সকাল গড়িয়ে দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা -
সময়ের গতিতে ছিন্ন-ভিন্ন পদচিহ্ন।
আশ্রয়হীন ভূগোলে কোথাও প্রশান্তি নেই!
রাতের নিকষ আঁধারে লুকিয়ে থাকে -
একটুখানি  নিরাপত্তা।
অথচ আশ্রয় খোঁজা মানেই
অজানা অনিশ্চয়তার দিকে
আরও একধাপ এগিয়ে যাওয়া।