তুমি, কবিতা, কেবল শব্দ নও
জ্বলন্ত এক অগ্নিশিখা।
তুমি আত্মঘাতী ঝলকানি
অন্ধকার ভেদ করে আনো আলোর দিশা।
কবিতা, তুমি প্রতিবাদী!
শ্রমিকের রক্তাক্ত মুষ্টিবদ্ধ হাত।
তুমি গণ মানুষের জাগরণের মশাল
শোষণের বিরুদ্ধে লড়াইয়ের ডাক।
কবিতা,তুমি বিদ্রোহ -
ধ্বংসের পর জন্মের প্রত্যাশা।
তুমি বিপ্লবের চরম তীব্রতা
নিপীড়িতের অধিকার, সাম্যের ভাষা।
কবিতা,তুমি অবিনশ্বর চেতনার শিখা
ফসলের মাঠে কৃষকের গান।
তুমি ঘরে ঘরে বন্দীর মুক্তি
রক্তিম প্রভাতে ওড়া বিজয় নিশান।
কবিতা, তুমি আলোকবর্তিকা
তারুণ্যের গাঁথা নবীন সংস্কার।
তুমি, কবিতা, রাজনৈতিক কূটচালে -
বিক্রি হওয়া কণ্ঠ নও,
তুমি পৃথিবী বদলানোর দৃঢ় অঙ্গীকার।