খোঁজ খবর রাখার উপায় চাই
  এই আসরের আমরা সবাই
  কবিতার এই ভুবন থেকে
কজনার বিদায়, হলো কে, কে
সব কিছু কি জানার সুযোগ
, কভু হয়েছে  তাই,
খোজ খবর রাখার উপায় চাই।।


সবার কাছে দোওয়া চাই,
যেন ঈমানের সাথে, নিতে পারি বিদাই।
একে অপরে, ভুলের তরে,
  ক্ষ মা চাওয়ার সুযোগ পাই

জীবনটা সবার সুন্দর হয়
সব কার্যক্রমও অর্থময়
তাহা আগায়ে দিতেও তাই
  খোজ খবর রাখার উপায় চাই।।


  মায়াবি এই ভুবন থেকে,
          কখন যে খোদা পাঠান ডেকে।
                 কাহারো জানা নাই
সুখের ঠিকাণা সঠিক জেনে,
         সেই পথ যাতে নেই মেনে।
  ভুল হলে আর, ফিরে আসার
          উপায় আছেকি তাই,?
   খোজ খবর রাখার  উপায় চাই।।


কে যে কখন বিদায় নিয়ে যাই,
   সে খবর জানার উপায় চাই।
  আর না হয় দোয়া করার
, যাতে সুযোগ পাই,
লেখা লিখায় শুধু, জানা জানি হয়
তাতে কাছা কাছির উপায় যথেষ্ট নয়।
শেষ বিদায়ের শেষের খবর,
কেমন করে হবে মোর বরাবর।
সে উপায় কি আছে আর তাই
খোজ খবর রাখার উপায় চাই।।