কোথা থেকে কোথা, চলেছি ফের কোথায়,
খালি হাতে, অজানা পথে,
মহা বিপদ। ঘেরা সেই ঠিকাণায়।
বিরতি হীন চলমান এ যান,
কখন যে হঠাৎ থামিয়া যায়।
তখন কি হবে আমার। উপায়।
স্বজন বিজন জীবন ভুবন,
আমি এখনো যে কিছুই চিনি নাই।
তুমি ছাড়া ও বর, আমি কার কাছে যাই
তোমার। কাছেই যেন। সদা পানা চাই।
এখনো যে তুমি আমার। অচেনা হ্যায়।
তবে আমার কি হবে সেদিন। উপায়।
কেবল। তুমিই যে আমার সহায়।।
সে। পারের তরে,
ভরা হাট। ধরে,
এখনও তো আমি কিছুই। কিনি নাই।
পুজি থাকিতে রুজি হারা
অবশেষে যদি খেয়ে তাড়া
হোতে হয়। আমার বিদায়
তখন কি হবে আমার উপায়।।