বিছানার এক পাশে পড়ে থাকে লাশ
কি জানি আমিও অন্ধ চোখে
বেঁচে আছি কিনা
অথবা হ'তে আর বাকি আছে কিনা।
যদি কখোনও কারো বুকে শুনি
আমার অন্ধত্বের গুন- গুন গান
সেদিন যানবো যতটা অন্ধ হলে
মানুষের বুকে জন্মায় অমাবস্যার ঢেউ
সেদিন তাড়স্বরে বলে যাব
আমার শরীরের ছায়ার মত
আমি ততোটাই অন্ধ আজ।
আমার অঙ্গের সাথে আমি বেচেঁ আছি নীথর!
বুকে আমার ও দাউ দাউ জ্বলে
ক্রমাগত অন্ধহ'তে যাওয়া
একপৃথিবী নিস্তব্ধ চোখ
আমার শরীরের প্রতিটি অবস মাংসরাশি
আজ বড় অসহায় আমার পঙ্গু দৃস্টি:
আমার বুকের পাশে জেগে থাকে
অগুনিত হ্রদয়হীন প্রান।
মানুষের কঙ্কালসার যৌবিক দেহ
যে দেহগুলো বোবার মত বেঁচেছিল এতোদিন
আজ তারা বুঝেগেছে কতটা বোবা হলে এজগতে বেঁচে থাকা যায়।
ওদের বুকের ভীতর
ছোট-ছোট ঢেউ খেলে.
ওদের হাতের তর্জনি
কখোনও সখোনও দেখায়
এইপথ ঠিক নয় ঐপথে চলো
এই আধারে থাকা নয় ঐ আলোতে ফেরো।