আজ আর বলতে চাই না
'তুমি আমার সেই তুমি।'
এখন তোমার বুকে ডুবে থাকে
হাজার শিল্পীর কিশলয়
এখন তোমার চোখে চেয়ে থাকে
নিভৃত যৌবনের ব্যাকারন,সন্ধি।
আমি শুধু তোমাকে দেখে যাই গভীর...
তোমাকে যতবার ছুয়ে দেখি
ততোবার বুঝে যাই
পৃথীবির আয়ু নকল নাকি আসল।
ততোবার বুঝে যাই
তুমি আর নেই সেই তুমি!
হাজার ধ্রুবতারা খসে গেলে
জীবনেরা করে আয়জন...
প্রেমের আবরন পুড়ে গেলে
প্রিয়সীর বুকে জড় হয়
নোতুনের আভরন!
কাল যে তুমি গুটি গুটি হাতে
আমার বুকে এঁকে দিতে অস্টমী চাঁদ
যে ঠোটে বুনেদিতে আর এক পৃথীবির বীজ
সেই বীজে কথাকয় আধারের কিশলয়: