শুধু একদিন তোর মুখ খুঁজি
গেরুয়া সাদা সবুজ এ
শুধু একদিন ডাকি মা মা
খোলা দুটো চোখ বুজে ।
তুইতো আমার মা---
নদী ও সাগরে খাদে বালুচরে
রাখা আছে তোর
সোনায় মোড়া পা ।
মিথ্যা খেলায় ভুলে আছি কিছুটা
তুইতো জননী তাইতো জানিস
ভাঙলে খেলা ভাঙে শুধু ভুল
ক্রন্দন ঘোচে না ।
আর যদি কোথা ঠাঁই নাই জোটে
তোর স্নেহ কোল আছে অবিকল
তোর দুটো হাত মোছাবে তখন
ভুল ভাঙা আঁখি জল ।