চলতে চলতে পাথরে ধাক্কা খেয়ে-
থেমে গিয়েছিল নদী,
শুকনো  চড়ায় ঘুরে বেড়াচ্ছিল ,উড়ে বেড়াচ্ছিল
পাগল হাওয়া,প্রবল ঝড়ের মাতন।

নদী ঢেউ গুটিয়ে কাঁদছিল চুপি চুপি,
ফেনার নূপুর বাজেনি তালে তালে,
নীল চুমকির আঁচলে খেলেনি -
মাছের দল কিম্বা সারি সারি হাঁস
এ ভাবেই হয়েছিল
জীবদ্দশায় মরণ ।

একটা সময় এল ,ঝড় ঘুমোলো নদী -খাতে
নদী  আবার উঠলো জেগে
ব্যাথার বাঁকে রেখে এলো স্মৃতির খাতা
ধাক্কা খাওয়া পাথরটা গড়িয়ে দিলো স্রোতে।

নীল আঁচলটা সামলে রেখে
বাড়িয়ে দিল ক্লান্ত পা,
ডাইনে বামে সময়ের  সরণি
নদী চলতে শুরু করেছে আবার জীবন পথে।