বেশ্যার মুখে সতিত্বের আলাপ
চোর বলে হাদিস কোরান
খুনি বলে আফসোস করে
মানুষের হৃদয় বড়ই পাষান।

গলাবাজি করে ডাকাত বলে
আইন নেই এই দেশে
শয়তান গুলো এই সমাজে
বাস করে ছদ্ম বেশে।

পতিতার টাকা হালাল নাকি
জোর গলায় করে দাবী
গতর খাটিয়ে পয়সা কামায়
দেখিয়ে বুকের খাঁজ নাভি।

অর্ধনগ্ন নারী ও শোনায়
পর্দার আছে ফজিলত
কথার ছলে ভুলিয়ে রাখে
সে যে তার হাকিকত।

মাদক সম্রাট প্রতিবাদ করে
মাদক সেবন করা হারাম
মুখোশের আড়ালে বাবু সাহেব
সে টাকায় করে আরাম।

ঘুষ খোরের সন্তান আন্দোলন করে
দূর্নীতির বিরুদ্ধে স্লোগান
সকাল দুপুর রাতে তিনি
হারামের খাবার খান।

বোরকার আড়ালে আবাসিক হোটেলে
ভ্রাম্যমান কত নারী
দেহটা বিলিয়ে হারাম গিলিয়ে
তাদের ও কত গাড়ি বাড়ি।

অপরাধীর পক্ষে কত আইনজীবী
ছুটে চলে আদালতে
ন্যায় বিচারের দাবিদার হয়ে
মিথ্যা বলে অকপটে।

গরীব দুখীদের নির্যাতন কারীও
শোনায় মানবতার বাণী
বুক ফুলিয়ে মানুষের সাথে
সদা করে শয়তানি।

হারামির রুপ চেনা যায়না
দেখতে মানুষের মতন
গভীর জলে ডুবিয়ে মারে
যতই ভাবোনা তারে আপন।

এই সমাজে শয়তান গুলো
চিরদিন থাকে সুখে
ক্ষনিকের লাগি এসে তারা
ব্যাথা দিয়ে যায় বুকে।