কৈশোরে যেটা ঘটেনি সেটা
বিশালতা বুক খালি
আজ হলে তা খারাপ কি বলো
দু হাতে দিতাম তালি।

নারীর ছোঁয়া সবই তো ধোঁয়া
শিশিরের জলকণা
ফুটন্ত চুলার টকবকে তৈল
বিষধর নাগিনীর ফণা।

তাই বলে কি ছোবল খাবোনা
পেতে চাই তারই স্বাদ
লাল গোলাপ আর রজনী পেলে
হতেম আজ কুপোকাত।

তারই পরশে শিতল বরষে
দিতাম তবে প্রেমে স্লান
যৌবন নদীতে তরী বাইয়ে
গেয়ে যেতাম সুরে গান।

আসবে কি আজ আসিতেছে সাজ
গোধুলিতে যায় যে বেলা
দেরী কেন সখি কি নামে বলো ডাকি
করোনা লুকোচুরির খেলা।

ঐ দেখ চেয়ে আসিতেছে ধেয়ে
প্রকৃতির কত রুপ
এত যে ডাকি কেন যাও তবু ভাগি
কেন থাকো আজ চুপ।

যদি না হও কারো আমারে আপন করো
ঠাঁই নাও এই বক্ষে
দেখবে জগৎ জুড়ে কেউ যাবেনা সরে
সকলেই আমার পক্ষে।

আসে যদি কোন বাঁধা হউক না জল কাঁদা
থাকুক না গঙ্গা যমুনা
তোমায় পেলে খুশি তাতে যদি হই দোষী
হারিয়ে যেতে তবু দিবোনা।