মোরা মানুষ রুপে জন্ম নিয়েছি
আমার ও রক্ত লাল
তবু ও কেন এই সমাজ মোদের
তিরস্কার করে চিরকাল।

একই মায়ের গর্ভে ধারন
একই বাপের ঔরসজাত
তবু মোদের জীবন বেলায়
হয়েছে অন্ধকার রাত।

আমাদেরও তো হৃদয় আছে
বোধশক্তি বিরাজমান
তবুও তোমরা কেন করছো
লাঞ্ছনা আর অপমান।

এদেশের মাটিতে জন্ম মোদের
আমাদের ও আছে অধিকার
মানব কূলের মাঝে থেকেও
নেই কোন সংসার।

সৃষ্টির সেরা জীব বুঝি এই
এই কি তার নমুনা
বুকের ভিতরে সাগরের ঢেউ
দুচোখে ঝরে যমুনা।

কাজ কর্ম কেউ দেয়না
সকলে দেখে আড়চোখে
কেউ বা আবার তামাশা করে
কেউ আসে বদ রুখে।

পিতৃগৃহ ঠাই হয়নি ভবে
বাস্তুহারা এই জীবন
লক্ষ কোটি কষ্ট গিয়েও
অবশেষে হয় মরন।