মাটিতে তোমায় মিশতে হবে
কি হবে ইটের বাড়ি
একেলা এলে একেলা যাবে
প্রস্তুত হও তারাতাড়ি।
বেলা গড়েছে ঘন্টা বাজবে
খুব বেশি নয় দেরি
তাকিয়ে দেখো ঘাটে ভিড়েছে
শেষ ভ্রমনের ফেরি।
রাজ সিংহাসন ক্ষমতার চেয়ার
রাখেবেনা তোমায় ধরে
কত প্রিয়জন কত আপনজন
ঠাঁই দিবেনা ঘরে।
তরিগড়ি করে গোসল করিয়ে
মাটি দিবে নয় পুড়ে
পরে থাকবে দামী দামী বস্ত্র
এক কাপড়ে দিবে মুড়ে।
এখনো তুমি গভীর ঘুমে
উঠো তারাতাড়ি জাগো
মরিচিকার এই জগত হতে
মানুষ হয়ে গিয়ে ভাগো।
যা করলে এই জীবনের তরে
হিসাব নাও না মিলে
যাবার সময় ভেবে দেখেছো
সঙ্গে তুমি কি নিলে।
অহংকার তোমার বিলীন হবে
পরে রবে অসাড় দেহ
হারিয়ে যাবে নামটাও তোমার
চিনবেন না আর কেহ।
বড় আফসোস বড় নিদারুণ
এখন আর নেই সময়
যাবার বেলায় অঝরে কাঁদছো
জাহান্নামের আগুনের ভয়।