সূর্য যায় গোধুলির টানে
সময় বুঝি ফুরিয়ে গেছে
এই জীবনে যা করলে
সব বুঝি হলো মি়ছে।

তোমার আমার যাবার সময়
কখন সেটা অজানা
ওপাড়ের পথ যখন তখন
দিতে পারে তবে হানা।

যাবার সময় নিবে কি সাথে
ভাবলে কি ওরে মনা
সেখানে কোন মূদ্রা নেই তো
মূল্যহীন রুপা সোনা।

বন্ধু বান্ধব পীর দরবেশ
কাউকে পাবেনা তুমি
অন্তর চোখে দেখ একবার
ওখানে সব মরুভূমি।

বাহুর শক্তি অর্থের প্রভাব
কাজ হবেনা আর
মিছে মায়ায় আটকে রেখেছে
জগতের সংসার।

তওবা করে সেজদায় পরো
ফেলাও চোখের জল
দিতেও পারে চিরতরে ক্ষমা
পেতে পারো হয়তো সুফল।

তোমার আমার এই রজনী
হতে পারে শেষ রাত
আর হয়তো দেখবো না আর
আগামী কালের চাঁদ।