ভোরের আলো হারিয়ে গেছে
মেঘে ঢাকা আকাশ
অঝর ধারায় বৃষ্টি ঝরছে
সঙ্গে শীতল বাতাস।
লাভ কি হবে উহা দেখে
ছুটতে হবে কাজে
ঘড়ি কাটায় তাকিয়ে দেখি
সকাল আটটা বাজে।
রেইনকোট পরে ছুটে চলি
গন্তব্য যেথায় আজি
ক্ষুদার লাগি আমরা সবাই
জীবন রাখি বাজি।
মোটর বাইক চলছে ছুটে
পিচঢালা পথ ধরে
কেউ ভিজেছে শিয়াল ভেজা
কেউ আরামে ঘরে।
যেথায় মোদের গন্তব্য আজ
বাড়ি থেকে অনেক দুর
পথ ঘাটের কোন বালাই নেই
জল কাঁদায় ভরপুর।
খালে বিলে জমেছে পানি
পঁচা কচুরিপানা
তারি মাঝে পা রাখিলে
জ্যোক, পোকা দেয় হানা।
বাঁশের সাঁকো ভেঙ্গে পরেছে
দিয়েছে কলার গাছ
পঁচে গিয়েছে মাঝ খানেতে
হয়ে গেছে দুই ভাজ।
অনেক কষ্টে পাড় হতে গিয়ে
পা পিছলে যাই পরে
আবার উঠে দাড়িয়ে চলি
আনাচের মাচা ধরে।
দূঃখ নেই এতটুকু মোদের
নেই কোন সংশয়
জীবন মানেই সংগ্রাম তাই
করিনা তাতে ভয়।
কর্ম করি করিনা চুরি
তাতেই আছে সুখে
মনের শান্তিতে কাজ করে যাই
ভয় নেই এই বুকে।
এভাবেই একদিন সমাপ্তি হবে
জীবন যুদ্ধের খেলা
ক্ষনিকের জন্য করো না কেউ
আমারে অবহেলা।