প্রেম মোরে বধির করেছে
দুটি চোখ অন্ধ করেছে,
করেছে অধম বোকা,
প্রেমের জলে ডুবে মরেছি
দুচোখে জল ঝরিয়েছি
তবু খেলাম ধোকা।
প্রেম বিহনে শিতল হয়ে
মরিচা ধরে গেছে ক্ষয়ে
হৃদয় হয়েছে কালা,
প্রেমের নেশায় হলেম মাতাল
খুঁজে পাইনি প্রেমের পাতাল
শুধুই পেলাম জ্বালা।
প্রেম করেছে কৃষ্ণ রাধা
সেথায় ও ছিলো কতনা বাধা
তাইতো লোকে বলে,
রজকিনী আর চণ্ডিদাসে
সে প্রেম না আর কি আসে
ভেসে গেছে সব জলে।
চিঠির প্রেম নাই আর এখন
প্রতিক্ষার প্রেম করেছে দাফন
বিশ্বাস গেছে মরে,
প্রেম নাই গোপন কক্ষে
রাস্তা ঘাটে দেখি তা অক্ষে
সত্য প্রেম আজ বালুচরে।
কবির প্রেম ও দিয়েছে উড়াল
তরীতে বসে উড়াইছে সে পাল
নদী দিয়েছে পাড়,
বাম বক্ষে পাথর ছুঁড়ে
পালিয়ে গেছে বহু দুরে
জীবন করে গেছে চুরমার।