দেখিবে যখন তোমারে নিয়ে
বসেছে পাড়ায় বিচার
বুঝিবে তুমি মানব সমাজে
মাথা হয়েছে চুরমার।
তোমারে নিয়ে সৃষ্টি হবে
কত যে কানাকানি
সমালোচকের শরীরে দেখাবে
হাজারো চুলকানি।
যা করোনি কখনো তুমি
তাহাও বলবে লোকে
চামচিকে ন্যাংড়া মশা
লাথি মারবে বুকে।
প্রতিবেশিরা আড়ালে তোমায়
ছড়াবে কত নিন্দা
ভোরের আলো তোমার কাছে
হয়ে যাবে নিশি সন্ধা।
তোমায় দেখে আড়চোখে সবাই
দেখিবে এক নজর
আত্মীয় স্বজন তোমায় দেখলে
বন্ধ করবে সদর।
সংসারের বিচার করোনা তাই
পাড়ার লোকের দ্বারা
নইলে তুমি বিবেক সমাজে
হয়ে যাবে সর্বহারা।
নিজের সন্মান বজায় রাখতে
ঘরে করো আলোচনা
সুখে থাকবে মানুষের মাঝে
করবেনা কেউ সমালোচনা।