এই সেই ঈদগাহ ময়দান
কত বার পড়েছি নামাজ
লক্ষ মানুষের সমাগম ভিড়ে
বাবা নেই শুধু আজ।

বাম পাশে বসে নিবিড়ভাবে
পড়তেন দোয়া কালাম
আজ ও খুজেছি বাবাকে আজ
বামদিকে ফিরে সালাম।

কবর জিয়ারত শেষ করে
চেয়ে থাকি আকাশের পানে
জান্নাতে একটু দিও ঠাই প্রভু
বারে বারে বলি তোমার কানে।

বাড়িতে ফিরে বিছানায় খুঁজি
বাবা থাকতেন যেথায়
আদর করে ডাকতো বাজান
হারিয়ে গেলে বাবা কোথায়।

আজ আমি একা হয়ে গেছি
হলো না কেউ আপন
তোমাকে হারিয়ে মরুভূমির মত
চলছে মোর জীবনযাপন।

দোয়া করি প্রভু তোমার নিকটে
বাবাকে রেখ চিরসুখে
তোমার বান্দা তোমার হেফাজতে
ঠাই দিও তোমার বুকে।