কালের গর্ভে বিলীনের পথে
আপনের চেয়ে আপন
ক্ষুদার জন্য কৃষি জমিতে
আনন্দে করতো বপন।
ইরি বোরোর আবাদ ছিল কম
খাবারের ছিল অভাব
চাষাবাদের জীবন কারে বলে তা
দেখে গেছে মা বাপ।
চোখে ভাসে ঐ কি নিদারন
মরুভূমি চরের জমি
এখন তো সেটা মৃত প্রায়
হয়ে গেছে আজ বে-দামী।
আউশ আমন বুরে কাউন
চিনে যব আর ছোলা
এসব ফসল চাষ করিয়ে
ভরিতো কৃষক গোলা।
হায়রে বুরের ভাতের কথা
যখনই হয় তা স্মরন
দু কেজি চালে পোয়াটেক দিলে
ধানের চাউলের হয়েছে মরন।
স্বাদ গন্ধ কিছু ছিলোনা
তবু ও হয়েছে খেতে
এভাবেই খেয়ে জীবন বাচিয়ে
চাষ করে যায় ক্ষেতে।
চিনে কাউন আজকের দিনে
পাখির হয়েছে খাবার
সেকালে মানুষ এই চাষ করে
সারা বছর করতো আহার।
ছোলা সিদ্ধ যবের ছাতু
এখন হয়েছে কত দামী
কি যে কষ্টে খেয়েছি সেটা
সাক্ষী রয়ে গেছি আমি।
কৃষি জমিতে আজও খুঁজি
ঐ সেই কাউন বুরে
চোখে পরিলে হাতে ধরে তা
এপিট ওপিট দেখি ঘুরে।
আজকের মানুষ নাম জানেনা
বাঙ্গালির সেই ফসল
আধুনিক কালে নকল পেয়েছে
হারিয়ে ফেলেছে আসল।