নিয়তি বড়ই নিষ্ঠুর খেলে
এভাবেই নিতে হবে বিদায়
হাসি কান্না সুখ আনন্দেও
বারে বারে আমাদের কাঁদায়।
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
এক সাথে করেছি পাড়
দুর দুরান্তের সকলের সাথে
ছিল মোদের সংসার।
এক এক করে বিদায় নিয়েছে
ভেঙ্গে গেছে গোছানো জীবন
আবার হবে কি দেখা আর গো
কখন বা এসে যায় মরন।
ছিল যত ভুল করে দিও ক্ষমা
রেখনা মনে আর কিছু
মৃত্যু যদি এসে যায় তবে
ডেকোনা বারেক পিছু।
বন্ধু ভেবে রাখিও স্মরণ
আমি সাধারণ মানুষ
স্মৃতির পাতা আকাশে পাঠিও
বানিয়ে আলোর ফানুস।
অপেক্ষায় রইলাম আসিবে ফিরে
আবার হবো এক সাথে
ভাগাভাগি করে দুমুঠো করে
খেয়ে নিবো এত পাতে।