কতদিন দেখিনা আকাশের তারা
দেখিনা চাঁদের আলো
বন্ধিশালা জীবন আমার
আমাবষ্যার ন্যায় কালো ।

কালোর মাঝে চলছে জীবন
নেইতো একটু সুখ
তন্দ্রা নেই একটুখানী
কেঁদে ভাসাই বুক ।

বুকের ভিতর ব্যাথা অনেক
দেখিবার কেহ নাই
সকাল হতে রাত দুপুর
এভাবেই কেটে যায় ।

আঠার ঘন্টা কাজের মাঝে
নেই তো অবসর
সঙ্গী হলো অফিসের টেবিল
সোবার ছোট্র ঘর ।

ঘরের মাঝে আরশোলারা
কিলবিল করে হাটে
মশা মাছির সঙ্গে নিয়ে
আমার জীবন কাটে ।।