সুখ কি জিনিস সেটা কোথায় ?
সে কি গাছের ডালে না কি পাতায় ?

সুখ তোমাকে কি দেখতে পাবো ?
তোমাকে পেলে কি আমি সুখি হবো ?

সুখ তোমার গতি কি অনেক বেশি ?
পারিনা ধরতে দোড়াই দিবানিশি ।

সুখ তোমার গায়ে কি বিষাক্ত কাটা ?
তোমার কাছে গেলে খেতে হয় অনেক ঝাটা।

সুখ তুমি কি থাক ঐ আকাশে ?
না থাক গিরি  প্রান্তরে বাতাসে ।

সুখ তোমারে খুজে আমি আজ হয়রান
তোমারে পেতে আমি হয়ে গেছি খান খান ।