উৎসর্গ
হিরো আলমকে
আর কত কাল জ্বালাবে তুমি
বলতে যদি প্রান খুলে
কানের পর্দা ফাটিয়ে দিতাম
চোখ রাখতাম তুলে।
এদেশে মাটিতে তোমার মত
কত আছে গুনধর
তাদের মতো তোমার উপর কি
পেআত্মা করেছে ভর।
বিখ্যাত যত গান ছিলো দেশে
সবগুলো নিলে কেড়ে
রবী নজরুল হাসন লালন
কোন টাও দাওনি ছেড়ে।
বলিউড হলিউড উগান্ডা আরব
কাউকে দাওনি বাদ
তোমার প্রতিভায় সিংহল দেশে
দিন হয়ে গেছে রাত।
নেটের খাতায় ফেজবুক পাতায়
তোমার নামটাই বেশি
তোমার কন্ঠের গান শুনিলে
মনে জাগে নিতে ফাঁসি।
তোমার শিষ্য মাহফুজ চাচা
সে ও মানছেনা বাঁধা
ফাটিয়ে দিচ্ছে বিরক্ত সংগিতে
শুনে মরেছে কত দাদা।
নাটক ছিঃনেমায় দুর্দান্ত বটে
একের পর করেছো হামলা
বাঁধা দিলে কেউ তার তরেতে
ঢুকিয়ে দিচ্ছো মামলা।
দেহের শক্তি মেধার বুদ্ধি
থেমে থাকেনি কিছুক্ষণে
অবশেষে তোমার চেতনা বাড়লে
দাড়া গেলে নির্বাচনে।
এমপি কিংবা মন্ত্রী হলে
এদেশ করবে শাসন
গলা ফাটিয়ে গান করবে
সাথে রাজনীতির ভাষন।
এভাবেই যদি চলতে থাকে
কেঁপে যাবে সারা বিশ্ব
সকল মহাদেশ তোমার মুঠোয়
সবাই হবে তোমার শিষ্য।
ভাগ্য তোমার খারাপ হলো
প্রতিদ্বন্ধী তোমার আরাফাত
রাজনীতির পুরা মার প্যাচেতে
তোমার করলো কপোকাত।
আরাফাত ঠিকই মন্ত্রী হলো
তবু আজ সে ধরা
তুমি আবার জিম করিয়ে
নায়কের মতো যাও খাড়া।