চেনা মানুষকে যায়না চেনা
সদা তারা মুখোশ পরা
কাল গোখরা পোষ মেনে যায়
গিরগিটিকে যায়না ধরা।
বিষধর নাগিনী ছোবল মারে
তোলে সে আগে ফনা
কাছের মানুষ কামড়ে ধরে
সুযোগ দেয়নারে মনা।
সাজিয়ে গুছিয়ে ছলাকলা দিয়ে
করে রাখে তারা মাতাল
ডুবিয়ে মারে গভীর তলদেশে
খুঁজে পায়না শেষে পাতাল।
মিষ্টি হাসিতে মায়ার বাঁশিতে
চাহনির কত মায়া
আড়ালে থাকে বিষাদ সিন্ধু
মৃত্যুর ধুপ ছায়া।
মায়াবিনী কন্ঠের স্রোতধারায়
চোখে দেখায় পারাবার
ঘোর কাটলে সম্মুখে দেখে
জীবন মৃত্যুর কারাগার।
এভাবেই তারা বসত করেছে
দুই মাঝির এক তরী
পিঞ্জর ছিঁড়ে কুটিকুটি হয়ে
খেয়ে মরে বিষের বড়ি।
দেখেনা তাদের আর্তচিৎকার
আহারে নির্মম জীবন
সাক্ষী থাকে দিন রাত্রী কবু
চন্দ্র সূর্য আর প্রবন।
থেকে যায় শুধু শয়তান গুলো
ওটাই তাদের চাওয়া
দহন পুড়িয়ে খুশিতে মেতে
আঁচল উড়িয়ে খায় হাওয়া।