পিচঢালা পথ রক্তে রঞ্জিত
আর্তনাদে ফাটে কারাগার
সন্তান হারিয়ে আহাজারি করে
দেখেনা বোনের চিৎকার।
জীবন দিয়ে গেল কত তাজাপ্রাণ
নিভে গেল স্বপ্ন গুলি
ইট পাথরে দেয়ালে রাস্তায়
রক্তে রাঙানো রং তুলি।
নৃশংসতা আর তান্ডব লীলা
থেকে যাবে হয়তো একদিন
ভুলে যাবে সব স্বার্থপর বাঙ্গালি
জুলাই মাসের দশটি দিন।
কালের গহ্বরে হারিয়ে যাবে
হিংস্র কত অস্ত্রধারী
বুক আছড়িয়ে কাঁদবে কত
এদেশের নর নারী।
তোমাদের বিচার বসবে একদিন
সেদিন হয়তো থাকবোনা
ইতিহাসের পাতায় লেখা থাকবে
এদেশের মানুষ ভুলবেনা।