স্বাধীনতার স্বাদ বড়ই আনন্দ
বদলে যাওয়া কত কিছু
বেহাল দশা আর নির্মমতা
এখনো ছাড়লো না পিছু।
কত যে স্বপ্ন কত আকাঙ্খা
আলোকিত হবে কালো রাত
বিলীন হবে এ সমাজ থেকে
মানুষ রুপি শত বজ্জাত।
তেজস্ক্রিয় শাসনে শাসিত হয়ে
মূর্ছা হবে কোটি ভাইরাস
দেহ গুলো সব জ্বলসে যাবে
প্রহসনে করেছে যারা রাজ।
রন্ধ্রে রন্ধ্রে মানবতা ছড়াবে
মরবেনা কেউ না খেয়ে
ডাক ঢোলের তালে নাচিয়ে মাতি
নতুন স্বাধীনতা আজ পেয়ে।
শোষন করেছে এদেশে যারা
হয়েছিল যারা ফ্যাসিবাদ
দাহন করেছি জ্যান্ত চিতায়
হয়েছে তারা কপোকাত।
জ্বালিয়ে দিয়েছি অট্রালিকা গুলো
সব করেছি লুটপাট
প্রাসাদ ভেঙে বাজার বসিয়েছি
সেথায় আজ পশুর হাট।
বোকা মানুষকে টেনে এনেছি
মায়া কান্না অভিনয়ে
স্বাধীনতা স্বাদ বড়ই নির্মম
সবাই কাঁদে আজ ভয়ে।
হুংকার দিয়ে বলেছি কত কি
সবাই থাকবে দেশে সুখে
রাতের আধারে আলোর দুপুরে
গুলি খেয়ে মরে বুকে।
পরশি দেশের সাতটি রাজ্য
করে নিবো সব দখল
এ শুনে কত বোকা আহাম্মক
দু হাতে বাজায় বগল।
রক্তের তেজে বলিষ্ঠ কন্ঠে
করেছি কত গালাগালি
তাই না শুনে বোকা বাঙালি
দু হাতে বাজায় করতালি।
ফারাক্কার পাশে ফারাক্কা হবে
করেছি রকম চাপাবাজী
মাঝ নদীতে তরী ভাসে আজ
পিছে দেখি নেই মাঝি।
মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল
সব দিয়ে দিবে সরকার
এ শুনিয়ে বলেছি বার বার
এমন শাসনই তো দরকার।
গরুর মাংস সস্তায় পাবে
চাল ডালের কমবে দাম
সারা বিশ্বের আনাচে কানাচে
ছড়াবে এদেশের নাম।
জাতীয় পতাকা বদলে যাবে
সংগীত ও হবে বাদ
কোরানের আলোকে আইন চলবে
দুর হবে কালো রাত।
গান বাজনা সব বন্ধ হবে
ছড়াবে কোরানের বাণী
চলবেনা কোন প্রেম প্রীতি আর
নোংরামি শয়তানি।
মেয়েরা হবে পর্দা নিশি
পোশাক হবে ঢিলাঢালা
বসবে না কোন মেলার আসর
চলবেনা আর যাত্রাপালা।
ছিনেমা হল দেহ ব্যবসা
সব কিছু হবে গায়েব
চারিদিকে চলবে ওয়াজ মাহফিল
সবাই হবে পীর সাহেব।
চমৎকার আর চোখে পরেনা
সবই যে উল্টো দেখি
সময়ের সাথে রসাতলে গেল
ওমা হইলো একি?
শহর গ্রাম কোথাও নেই আজ
একটু খানি নিরাপদ
চুরি ছিনতাই ডাকাতি চাঁদা
হরেক রকমের বিপদ।
পুলিশের রাজ্যে ভিরুর মহলে
বাহুতে নেই আর শক্তি
কেউ ছুটছে চেয়ার বাঁচাতে
তেল মেরে করে ভক্তি।
কোটা কোটা বলতে বলতে
দখল করেছে মসনদ
ওরাই এখন কোটাতে বসে
এটা হলো প্রতিশোধ।
কারখানা গুলো তাকিয়ে বলে
আসবে আবার ফাগুন
আমারী খেয়ে শক্তি জোগিয়ে
বুকে জ্বালালে আগুন।
সরকার কিন্ত বদলে গেছে
অত্যাচার হয়নি বিলীন
সাধারণ মানুষের হাসিটা শুধু
হয়ে গেছে আজ মলিন।