আমি তো একা নই
রাজত্ব করেছে সবাই
দূর্নীতিতে সেরা ছিলাম
চোরে চোরে সব ভাই।
মোরা শিকড় গজিয়েছি বহুদুর
সব অফিসে সিস্টেমে রাখা
চ্যালাপ্যালায় ভরপুর।
আমি ভয় করিনা কারে
আমার মতো দূর্নীতিবাদ
নেউতো কেহ ধারে।
আমি বানিয়েছি ক্যাডার কত
ছড়িয়ে আছে সারা দেশেতে
হাজার হাজার নয় শত।
আমার নাকি বিচার করবে
এদেশে কেউ নাইনে
আইনের উপর টাকা মেরে দিয়ে
চলে আসবো বাইরে।
আমার মতো লক্ষ শয়তান
এদেশে ভরপুর
জানোনা তোমরা তাদের হাতটির
সীমানা কতদুর।
এদেশে যদি বিচার হতো
অন্যায় জালিম কারী
তবে হতোনা আমাদের মতো
শয়তান আর মুখোশধারী।