সূর্য মামা যাচ্ছে পাটে
তপ্ত গেছে কমে
ছুটছি মোরা ঘুরতে যাবো
খেলাটা যাবে জমে।

নওগাঁ জেলার পাহাড়পুরে
নেই তবে ভাই পাহাড়
বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য মাঝে
আছে কত বাহার!

দুরত্ব সেতো নয়তো বেশি
মাইল হবে কুড়ি
গিয়ে দেখি আসছে কিছু
খোকা খুকি বুড়ো বুড়ি।

আরো আসছে জোড়ায় জোড়ায়
বাদাম খাচ্ছে চিবে
আড়াল বেড়াল নেইতো হেথায়
বসছে তারা ঢিবে।

এই দেশেতে দেখার মতো
আছে কত কিছু
আসতে পারেন ছেলে মেয়ে
বৃদ্ধ যুবক শিশু।

অবাক হয়ে দেখলাম তবে
নকশার কারিগর
কোন মিস্ত্রি যে বানাইছিল
এমন সুন্দর ঘর।

ঐ যুগেতেও ছিল এমন
নামকরা প্রকৌশল
অবাক হবেন দেখলে তবে
নকল নাকি আসল।