দাদা ছেড়েছে বাবা ছেড়েছ
ছাড়েনি মাটির বেড়া
বাশের কুঞ্চিতে কাঁদা মাটিতে
চারপাশে সব ঘেরা।
দিনাতিপাতে জীবন কেটে যায়
অভাব ছাড়েনা আমায়
ঘরের মেঝেতে খেজুরের মাদুরে
মা পোলা নিয়ে ঘুমায়।
সারাদিন খেটে যা জুটে যায়
তাই নিয়ে আনি শান্তি
ছেঁড়া আঁচলে ঘাম মুছে বউ
দুর করে দেহের ক্লান্তি।
পাশের বাড়ির মাংস মাছের
এতটুকু হয়না লোভ
গরীব হয়ে জন্ম নিয়েছি বলে
তাতে নেই কোন ক্ষোভ।
স্রষ্টা আমায় যা দিয়েছে
তাতেই আমি বেশ খুশি
শত কষ্ট বেদনার মাঝেও
মনের ভিতর রাখি হাসি।