পাল্টে যাচ্ছে সকল কিছু
বাদ যায়নী নাম
সাদিয়া, মিম, সাকিব সিফাতে
হয়েছে বদনাম।
দোষ করিলো নাম করনে
নির্দোষ হলো সঙ্গ
এই বোকা আইন কানুন
কে করিবে ভঙ্গ।
আজব কথা দাদার জন্মে
শোননী বোধয় কেহ
এমন খবর শুনে সবার
জ্বলবে সারা দেহ।
সু শিক্ষা নেইতো বলে
মানুষ হচ্ছে ক্ষ্যাপা
চেহারা খানি সুন্দর হলে ও
ভিতর টা পুরোই ফাঁপা।
সন্তানেদের নেইতো খেয়াল
ছুটছে টাকার দিকে
যার কারনে ছেলে মেয়েরা
যাচ্ছে একে বেঁকে।
অসভ্য হল সভ্য সমাজ
শিক্ষিত মোদের দেশ
হাত হালি দিয়ে বলছি সবাই
বাহ বাহ বেশ বেশ।
পড়ার নামে হচ্ছে বাহির
মাথায় কত চাপ
প্রেমের নামের নোংরামি করে
জানেনা মা বাপ।
হাসির কিছু না বলে ভাই
ভালো কিছু বলেন
সবার জন্য মঙ্গল হউক
এমন কিছু করেন।
নামে কোন আসে যায়না
সত্য তাহার কর্ম
জয় করিতে না পারিলে
টেনে আনেন ধর্ম।
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে
হচ্ছে মাথামোটা
ভাল কিছু করে দেখালে
বুঝবো বাপের বেটা।