সবার ভাগ্য খুলতে গিয়ে
আমার পুড়েছে কপাল
সবার দিলাম পাকা ডালিম
আমি পেলাম মাকাল।
হরেক রকম আংটি আছে
কাজ ও ভিন্ন ভিন্ন
দুখের সংসার সুখের করবো
হউকনা ছিন্নভিন্ন।
যার হয়না বিয়ে সাদী
বিয়ে হবে তার কাল
হঠাৎ করে শুকনো জমি
রাতারাতি হবে খাল।
বাঁচ্চা কাচ্চা হয়না যাদের
হবে তাদের হালি খানিক
এই আংটির গুনাবলিতে
হার মানবে হীরা মানিক।
ভূত পেত্নী ঘাড়ে যাদের
দুর হবে এর ছোঁয়ায়
সকল জীবন পালিয়ে যাবে
আগুন লাগবে গুয়ায়।
রাতে যারা বিছানা ভেজায়
স্বপ্নে করে হিসু পটি
তাদের জন্য লাগবে একটা
অষ্ট ধাতুর আংটি।
জমি জমার বিবাদ আছে
এক নিমেষেই সমাধান
এর জন্য পুরষ্কার পেয়েছি
আছে তার শত প্রমান।
মামলা টামলা পক্ষে আসবে
ভরসা এই পাথর
মনের মাঝে বিশ্বাস রাখুন
হওয়া যাবেনা কাতর।
সকল শত্রু বিনাশ হবে
মিত্র হবে সবাই
সালাম কালাম দিয়ে এসে
জড়িয়ে বলবে ভাই।
প্রেম বিরহ মামলি ব্যাপার
আমার কাছে কিছু নয়
সকল নারী মুঠোয় থাকবে
আপনার মন যারে যায়।
স্বামীকে আনবেন নিজের বশে
হাদিয়া লাগবে বেশী
আপনার কথায় উঠবস করবে
দেখবে প্রতিবেশী।
বউকে যারে ভয়ে মরেন
নাগমনি পাথর কিনুন
বউ থাকবে হরিনীর মতো
যত ইচ্ছে ঝারুন।
আমার ভাগ্য পাল্টায়নী তবে
সেটা নয় বড় কথা
তাই তো আজ সবার জন্য
আমার অনেক মাথা ব্যাথা।