এইতো সেদিনের কথা
কুড়ি বছর হয়নী পাড়
যে সময়ে এদেশের মানুষ
কত ছিল যে অনাহার।

ইরি বোরো ছিলো না তত
বেশি কালো আউশ
সঠিক সময় বৃষ্টি না হলে
কৃষক হারাতো হুঁশ।

গরু মহিষে চাষ করতো
মাঠের পরে মাঠ
চৈত্রের সময় চষা জমি
শুকিয়ে হতো কাঠ।

চাতকের মতো চেয়ে থাকতো
কবে পরবে বান
ভেজা জমিতে চাষ করিয়ে
ছিটাবে সোনার ধান।

অধিক যত্নে ধান চাষ করে
বরষায় যেত ডুবে
আধা পাকা বা সিকি পাকা ধান
কাটতো সব চুবে চুবে।

তলিয়ে যেত বন্যার জলে
চারিদিকে থই থই
আহারে আমার সোনার শৈশব
হারিয়ে গেলি কই?

গরীবের ছিলো বুরো কাউন যব
চিনে আর দাবদানা
মাস কালাইয়ের ডালের সাথে
তাতেই হতো খানাপিনা।

উচু জমি ছিলো যাদের
তারাই ছিলো সেরা
খালের জমি চাষ করিয়ে
পেত শুধু লারা।

তারি মাঝেও শান্তি ছিলো
ছিলো কত হাসি
গর্ব করে বলতে পারি
আমি গ্রামের চাষী।