আকাশ আজ মডেল হয়েছে
নজরুল হলো প্রবাসী
হারিয়ে গেছে স্মৃতির পাতা
রয়ে গেছে সেই হাসি।

বাবা হয়েছে তারা দুজন
দুই জন দুই প্রান্তে
এখনো তোদের মিস করি খুব
নিজের মনের অজান্তে।

মাথার চুল ও পরে গিয়েছে
বিশাল একটা কপাল
চুল বাচাতে কত প্রসাধনী
মাখতো সকাল বিকাল।

সেই ঘরটি নেই আজ আর
মানুষ গুলো বহু দুরে
পেটের তাগিদে দেশ বিদেশে
সদা চলি আজ ঘুরে।

খবরের পাতায় টিভির পর্দায়
আকাশের যায় দেখা
এ জীবন কত কি করলাম
আজ আমি বড় একা।

সময়ের সাথে বদলে গেছে
বয়সে দিয়েছে ভার
ব্যস্ত জীবন নিয়ে সবার
কেটে যায় সংসার।

যেখানে থাকুক ভালো থাকুক
উপভোগ করুক এই বিশ্ব
সুস্থতায় জীবন কাটুক
কেউ যেন না হয় নিঃস্ব