(বাংলাদেশ টেলিভিশন নিয়ে লেখা)

আমার কোন নেইতো দল
আমি হলাম পেট কাটা
সরকারি দলের চামচামি করি
বিরোধীরা মারে ঝাঁটা।

সংবাদ আমার লাগেনা বেশি
খুঁজে ফিরি সহজ কিছু
দেশের কোথায় বাম্পার হলো
পেয়ারা লেবু লিচু।

কিছু সংবাদ মিডিয়ায় পড়ে
আমার হতে ধার করা
তারা কিন্তু আমিষ খাদক
আমি শুধু খাই শর্করা।

আমি ইতিহাস গুলো যত্নে রাখি
প্রামান্যচিত্র আর্কাইভ
তবু দেশের জনগন কেন
আমারে রাখে সাইড।

আমি গ্রাম বাংলার অজানা কাহিনি
সদা করি অন্বেষন
মাটি ও মানুষের জয়গান করেও
পেলাম কারো মন।

আমি রবী নজরুল লালন পল্লী
প্রচার করি সব সুরে
তবু ও কেন মানুষ তোমরা
আমার  দিলে সব পুড়ে।

সারাক্ষণ সবাই আমাকে ভাবে
রং বদলানো গিরগিটি
নিজেকে বাঁচাতে এখন থেকে তাই
পা টিপে টিপে হাটি।

বেঁচে থাকো সদা হে বাঙ্গালী
আমি নই এক জনার
সোনার বাংলা শুনেই গেলাম
আসলে নয়তো সোনার।