জানি তুমি আসবে না ফিরে আমার নীড়ে
হবে না আমার সঙ্গী
ক্ষনিকের মায়াজালে টেনে নাও খালে বিলে
কতনা করো ভঙ্গি।
আমি তো ছিলেম একা কেন তবে দিলে দেখা
বুঝি এখন সবই ছলনা
বুঝবে না তুমি এ ব্যাথা জমেছে কত হেথা
কপটতা ওহে ললনা।
এখন ও কি রাত জাগো মনেতে ছবি আঁকো
স্বপ্ন দেখাও কি কারো
কারে কি দিচ্ছো আশা সেটা কি ভালোবাসা
ধরো আর তারে ছাড়ো।
এভাবে কত লোক পোহাবে এই নিঠুর শোক
পাবে শুধু গাল মন্দ
যে রুপের এতো বড়াই যাবে একদিন তা হারায়
পচে হবে সেটা গন্ধ।
বুঝবে একদিন এই জ্বালা অন্তর হবে কালা
পাবেনা কোথাও ঠাঁই
নিরালায় থাকবে একা পাবেনা কারো দেখা
দেখবে পাশে কেউ নাই।
আমি তো অধম বোকা খেয়ে গেলাম শুধু ধোকা
কেউ হলো না মোর আপন
একা থাকাই ছিলো ভালো অন্তরটা হলো কালো
কি হবে রেখে এই জীবন।
তাই বলি চুপিসারে পেলাম না কাউকে ধারে
জীবন বড় যন্ত্রণা
যাই ভাবি সব মিছে দূঃখ কেন ছাড়েনা পিছে
কে দিবে আমায় স্বান্তনা।