ঈদের মাত্র কয়দিন বাকী
কেনা কাটায় ব্যস্ত
হাট বাজারে ঘুরে সবাই
হচ্ছে হ্যস্ত ন্যস্ত।

আমি হলেম এক মধ্যবিত্ত
টাকার বড় অভাব
সকল কিছুই কেন জানি
আমারে ফেলেছে প্রভাব।

নতুন পোশাকে ইদের দিনে
ঘুরতে জাগে সাধ
শূন্য পকেটে দিনের আলোও
হয়েছে কালো রাত।

আত্মীয় স্বজন দেখলে পরে
সরে যায় দুরে দুরে
চলার পথে চোখ পরিলে
মুখখানা নেয় ঘুরে।

এ সমাজে ঈদ হলো আজ
ধনীদের বিলাসিতা
অভাবী লোকের ঈদের খুশি
বড়ই রসিকতা।