দেশ চলেছে মরুর দিকে
নেতারা খেলছে পুতুপুতু
ক্ষমতাশালী দেশ গুলো আজ
দিচ্ছে তাদের কাতুকুতু।

বিচার বিভাগ লেপ মুড়ি দিয়ে
গভীরে ঘুমায় নাক ডাকিয়ে
শাসন নামের প্রহসন দিয়ে
নির্যাতন করে হার কাঁপাইয়ে।

সুস্থ মাথার অফিসার গুলো
হারাম খাচ্ছে লুটেপুটে
দেশের সম্পদ ধ্বংস করে
পাড়ি দিচ্ছে লেজ গুটিয়ে।

বেতনের চেয়ে সেলামী বেশি
ব্যাংক ভর্তি টাকার পাহার
অফিস পিয়নের গাড়ি বাড়ি কত
হিসাব কিতাব মেলেনা যাহার।

ব্যাংকের টাকা হচ্ছে উধাও
বাঁধা দেবার নেইতো কেহ
হুকুম হাকাম না মানিলে
সৎ মানুষের ড্রেনে দেহ।

বলাৎকারের নেইতো বিচার
ঝুলছে মামলা যুগযুগ ধরে
উকিল সাহেবের হাদিয়া জোগাতে
পোড়া রুটিও থাকেনা ঘরে।

বিজিপি পুলিশ পাহারায় থেকেও
মাদকদ্রব্য ঢুকছে কত
গেফতার হয়েও আসামি গুলো
মুক্ত হচ্ছে অবিরত।

টাকার নেশায় শিক্ষা সমাজ
নৈতিকতার মারছে পিষে
সরকারি শত সাহেব গুলি
মুখোশ পরা শয়তান বেশে।

ধর্মের নামে বানিজ্য চলে
বদনাম করে একে অন্যে
বক ধার্মিক পীর দরবেশরা
বিক্রি হচ্ছে টাকার জন্য ।

ক্ষমতার লোভে মারছে মানুষ
সাধু বেশে ঘুরছে তারা
জবর দখল করছে সদা
কত মানুষ সর্বহারা।

নির্দোষী আজ জেলে হাজতে
আসামিরা পাচ্ছে মুক্তি
টাকার জন্য আইনজীবীরা
দাড় করে যায় হাজার যুক্তি।

বেকার ভরা দেশের ভিতর
কর্মক্ষেত্রের বড়ই অভাব
সংসারের বোঝা মাথায় নিয়ে
কেঁদে ভাসায় অসহায় মা-বাপ।

পন্যের বাজার উর্ধ্বগতি
লাফিয়ে বাড়ছে দিবারাত্রি
আয় রোজগার পিপড়ার মত
খরচ এখন আস্ত হাতি।

টাউট বাটপার প্রতারকের দল
সমাজটাকে খাচ্ছে গিলে
কত জনে ফাঁদে পরে
মরছে তারা তিলে তিলে।

এসব কিছু দেখার পরে
মুখে মারি লোহার তালা
অসহায় আজ বৃদ্ধ সমাজ
শুনেও তবু হচ্ছি কালা।