ঘরের কোনে খাটের ফাঁকে
তেলাপোকার বড় ঝাঁক
সন্ধা হলে ঝিঝি পোকা আর
কুনো ব্যাঙের ডাক।
সলোই ইঁদুর ছুটছে জোরে
বেড়াল ছানার ডরে
টিকটিকি উইপোকা খেয়ে
দাত কিটকিট করে।
ফুড়ুত করে চাম বাদুরে
উড়ছে দিশেহারা
শিয়াল মামার দেখে ফেলে
কুকুর করলো তাড়া।
চৌকির মাঝে বিছানার তলে
ছাড়পোকার বেড়াজাল
কুটুর কুটুর কামড়িয়ে
পিট করেছে লাল।
অন্ধকারে কানের পাশে
ভোঁ ভোঁ করে মশা
পটাশ করে মারতে বসে
কান করেছি ঠসা।