যেখানে চলছে অগ্নির উত্তাল
ঘি ঢালছো সেথা
নিজের দেশটি কোথায় যাচ্ছে
ভাবছো কি তুমি সেটা।
বিক্ষোভে ফাটছে ছাত্র সমাজ
রাজনীতি লুটছে ফায়দা
ধ্বংস করছে অগ্নি সংযোগে
লুটপাট করার কায়দা।
উসকানি দিয়ে মাতিয়ে তুলছে
অন্যায়ে দিচ্ছে তাল
নিজের ঘরেতে কুমির আনতে
ব্যস্ত কাটতে খাল।
খুন জখমে তিপ্তি পাচ্ছে
ছাত্র দাবিদার তারা
চালাত চতুর যতই হউকনা
কেউ পোষে না শিয়াল গারা।
সন্ত্রাসীপনা ভাংচুর করে
বানাতে ব্যস্ত পাকিস্তান
এদেশে সেসব মানুষের কাদে
ভর করেছে শয়তান
সারাটি জীবন নামাজ পড়িয়ে
কপাল করেছে কালো
ভিতরটা যদি আধারে রাখে
কি করে জ্বালাবে আলো।
কত যে জীবন হারিয়ে যাচ্ছে
অকালে দিচ্ছে পাড়ি
তবুও মাতে লোভ লালসায়
মরা নিয়ে কাড়াকাড়ি।