জাগো জাগো জেগে দেখ
জেগে উঠ মহাবিশ্ব
লোলুপ দৃষ্টির জানোয়ারদের
কি চমৎকার দৃশ্য।
স্বাধীনতা নেই মানবতা নেই
নেই কোন বোধ শক্তি
বাচিবার কোন সাধ জাগেনা
মৃত্যুই এখন মুক্তি।
টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে
ধর্ষিতার কালো ভাগাড়ে
চারিধারে সব তাকিয়ে দেখে
বলেনা কেহ আহারে।
জন্মই কি আজন্ম পাপ
জবাব চাই স্বাধীনতা
বিকলাঙ্গ হয়েছে গিয়েছ কি
ন্যায় বিচারের ন্যাড়া মাথা।
কোথায় লুকালে আসল নকল
মুক্তিসেনার দল
মাকে ধর্ষিতা দেখে বলছো
নীড়ে ফিরে সব চল।
বিবস্ত্র কত মা আর বোনের
ফটো নিচ্ছে সাংবাদিক
নিষ্ক্রিয় দর্শক আইনের খুটি
আরো বেশি সাংঘাতিক।
স্বাধীনতা তুমি আর কতদিন
থাকবে ঘরে বন্ধি
তোমার বুকে হায়নার দল
সাজিয়েছে শয়তানের ফন্দি।
আইনের ঘর তালাবদ্ধ
রাজনীতি কালো প্রভাব
চৌদ্দ শিকলে জায়গা হয়না
আছে যার জারজ বাপ।
ধর্ষিতা আর হত্যাকান্ডে
বাতাস হয়েছে ভারী
দোষ খুঁজেছে টুপি জুব্বা
কার আছে সাদা দাড়ি।
দেশপ্রেমিক আজ হারিয়ে গেছে
মানবাধিকারের সাথে
রাজনীতির ঐ চাটুকার নিয়ে
খাচ্ছ বুঝি এক পাতে।
সুশীল সমাজ লেখকের দল
কোথা গেল সে বুলি
ধ্বংস হউক তোমাদের মত
অকর্ম মাথার খুলি।
বিচারের ভার দিবো তারে আজে
যে আছে সাত আসমানে
দুচোখে শুধু অশ্রু দিয়ে
চেয়ে থাকি তার পানে।
বড় বিচারক তুমি প্রভু
তাকিয়ে দেখো বাংলায়
লাল সবুজের স্বাধীন দেশে
ভরে গেছে জংলায়।