যে রক্তে রাঙানো হলো
আমার দেশের মাটি
সেই দেশেতে হয় যেন,
আমার পরিপাটি।
যে দেশের মাটিতে ঘুমিয়ে আছে
আমার শহীদ ভাই
সে দেশের মাঝে দেশদ্রোহীদের
হবেনা কোথাও ঠাই।
লক্ষ মায়ের বুক ছিঁড়েছে
যে দেশের শত্রুসেনা
তাদের জন্য রয়েছে শুধু
অভিশাপ আর ঘৃনা।
যাদের জন্য সম্ভ্রম গেছে
লক্ষ মা বোনের
ধ্বংস তারা হলেও তবু
ঘুচিবেনা কষ্ট মনের।
লুটপাট করে পুরিয়ে দিয়েছে
হাজারো ঘরবাড়ি
বাস্তুহারা জীবন কেটেছে
আপন আশ্রয় ছাড়ি।
হিন্দু মুসলিম বোদ্ধ খ্রীষ্ট্রান
বাদ পরে নাই কেহ
গন কবরে মাটি চাপা দিছে
রক্তে রাঙানো দেহ।
এক দিকেতে চলেছে লুন্ঠন
আরেক দিকে পৈশাচার
হাত পা বেঁধে দেহ খুচিয়ে
করেছে অত্যাচার।
লক্ষ শহীদ ভাসিয়ে দিয়েছ
নদী আর খাল বিলে
তাই দেখিয়ে পাক-হানাদার
হেসেছে খিলখিলে।
নয়টি মাস যুদ্ধ শেষে
স্বাধীন হয়েছে দেশ
মুক্তিযোদ্ধা আজ ও কাঁদে
রাজাকার আছে বেশ।
কাঁদা জল আর বনেবাদাড়ে
কেটেছে যাদের রাত
দেশের জন্য জীবন দিয়েছে
ত্যাগ করে সকল সাধ।
কষ্টে পাওয়া স্বাধীন বাংলা
রক্তে ভেজা ইতিহাস
আজো আমার সোনার দেশে
সন্ত্রাসীদের বসবাস।
যাদের জন্য যুদ্ধ করলো
হারিয়ে মাতা পিতা
বীরযোদ্ধা আজো কাঁদে
সব করেছি কি বৃথা?