ভেবেছো এই দেশেতে?
না খেয়ে সবাই মরবে?
মরতে এখনো অনেক দেরী
দেখো এখন কি আর করবে?

ব্যবসা গিয়েছে চাকরি গিয়েছে
বেকারের বোঝা টানি
তিন বেলার ভাত দু'বেলা খাচ্ছি
বেশি করে দিয়ে পানি।

চিকন চাউল কিনছি না আর
মোটা চাউলটাই আনি
মাসের অর্ধেক পাড় হইলেই
পরে যায় টানাটানি।

মাংস খেতে ইচ্ছে নেই আর
ওটাতে বাড়ে রোগ
এভাবেই নিজের স্বান্তনা দেই
মুছিয়ে দুই চোখ।

মিল কারখানা পুড়িয়ে দিলে
বন্ধ করলে যত প্রকল্প
সংস্কারের দ্বারা সিঙ্গাপুর হবে
শুনালো আষাঢ়ের গল্প।

গল্প শুনে কখন যে হঠাৎ
চোখে ধরেছে ঘুম
স্বপ্নে দেখি সুখের রাজ্যে
চারিদিকে পরছে ধুম।

চারিদিকে দেখি এলাহি কান্ড
অভাব নেই কোন কিছু
মানুষের সবাই চরিত্র যেন
ফেরেস্তা দরবেশ যিশু।

মাছের বাজার নয়তো সস্তা
কেউ কেউ দেখি কেনে
আমার কেনার সাধ্য নেই তো
নিয়েছি আজ তাই মেনে।

সবজি এখন মাগনা দিচ্ছে
ফ্রিতে দেয় গোল আলু
সিন্ডিকেটরা পালিয়ে গেছে
শুধু আছে মামা খালু।

মুলা কিন্তু তোলায় বেচছে
কেজি নাকি এখন আশি
কম দাম বলে খোয়ার ছেড়েছে
ভেড়া ছাগল পাঠা খাসি।

শাক সবজি শতকের নিচে
মরিচ হলো তিন শত
ছাঁদের উপর চাষ করবো
গলা ফাটায় কেউ কত।

পিয়াজ তো আজ পানির দামে
কে বলে দেশে অভাব
গুজব ছড়াতে পটুতে সবাই
পাল্টানো তাদের স্বভাব।

রসুন আদা খায়না কেউ আজ
গুদামে ধরছে পচন
এসব দেখে গুগড়ি পরে
কত জনে দিচ্ছে নাচন।

তৈল মসলা ডাল চিনি আটা
সবাইকে দিচ্ছে রেশন
ঘুম ভাঙ্গলে চোখে দেখছি
আমি হয়েছি বেসন।

আর কত কাল বাটনা বাটবে
মারবে কত পিষে
এভাবেই হয়তো বিদায় নিবো
পেটের খুদার বিষে।