আল্লাহ ডাকি ঈশ্বর ডাকি
ডাকি শ্রোষ্টা ভগবান
যে নামে তোমায় ডাকি না কেন
তুমি তো প্রভু সু-মহান।

তুমি কি এখন বিশ্রামে আছো
চোখে পরেনা হাহাকার
নাকি ক্রোধে জ্বলছো পৃথিবী তরে
ধ্বংস করেছো চমৎকার।

প্রলয় সৃষ্টি করেছো হেথা
বন বাদার বসবাসে
দহন করেছো ঈর্ষায় নাকি
বিলীন করেছো গ্রাসে।

মরুভূমির মাঠে বন্যার জলে
ভাসিয়ে দিলে বালি পাথর
তোমার আঘাতে ছুটতে ছুটতে
পশু পাখি মানুষ কাতর।

পুড়ে পুড়ে সব কঙ্কাল হয়েছে
বৃক্ষ মানুষ পশুপাখি
বাঁচার জন্য ছুটিতে ব্যকুল
তোমারে করে ডাকাডাকি।

কোথায় আল্লাহ কোথায় ঈশ্বর
আছো নাকি ভগবান
বিপদের মাঝে ডাকি বারংবার
বাঁচাও আমাদের প্রান।

সহসা হারিয়ে এলোমেলো ছোটে
বাঁচার আশা বুঝি নাই
মহা প্রলয় কি ঘনিয়ে আসছে
জানতে বড় ইচ্ছে হয়।