খেলা জমে আজ খির,
মানুষকে বানিয়ে বোকা
কেউ বলবে আঙ্গুর ফল
অনেক বড় চুকা।

বেকার গেছে আজ বেড়ে
বউ যাচ্ছে ছেড়ে
পাঁচ বছরের প্রেমিকা গুলো
কেউ নিয়ে যাচ্ছে কেড়ে।

পিঁপড়া গুলো আজ হাতি
বাঘ হয়েছে বিড়াল
পাপদা মাছের বুঝাইয়ে গেল
সেই চিল আগে বোয়াল।

চামচিকার দল উড়ে
নিজেকে ভাবছে বাদুর
পালঙ্কে শোয়া মানুষ গুলি
পাচ্ছে না আজ মাদুর।

বকরি হয়েছে পাঠা
গাভি বলে সে ষাড়
যারে পাচ্ছে সামনে পিছে
মারতে চাইছে গাঁড়।

টিকটিকি আসছে তেড়ে
সে নাকি এখন সাপ
ছ্যাচড়া চোরে বলছে এখন
সে এলাকার বাপ।

উড়িয়ে উড়িয়ে আসে
দেহে বসেছে মশা
রক্ত খেতে না দিলে তারে
মেরে করবে ঠসা।

হারিয়ে গেছে শকুন
মরা খোঁজে আজ ভাগাড়
খুদার লাগি মরিয়া সবাই
চারিদিকে খোঁজে আহার।

কত রং বে-রংয়ের পোশাক
তবুও ন্যাংটা সাজে
লজ্জা শরম নেই তো আজ
ব্যস্ত অবৈধ কাজে।

সব মিলিয়ে দাঁত কেলিয়ে
আনন্দে হাসে সবাই
ক্ষমতা লাগি মমতা হারিয়ে
শত্রুতা ভাই ভাই।