আমি মরিলে জন্ম নিবে দেশে
আরো শত লামিয়া
কুরু ক্ষেত্রের যুদ্ধ হলেও
যাবেনা তারা থামিয়া।
জন্ম নিবে বিদ্রোহী দামাল
অগ্নি শিখার হাতিয়ার
পাঁজরে বাঁধবে তাম্র বাজু
দু হাতে ঢাল তলোয়ার।
অন্যায় কারীর দুমড়েমুচড়ে
ছিঁড়ে খাবে হাড় মাংস
হাতের চাপটে বাহুর সাপোটে
হিংস্র হয়ে যাবে ধ্বংস।
সীমানা ছাড়িয়ে যাবে পেড়িয়ে
যারা করছে ত্রাসন
অসহায়ের যারা তুচ্ছ করেছে
দিয়েছে মিথ্যা ভাষণ।
শাসন নামের শোষন করেছে
যারা হয়েছে বলাৎকার
কেঁচো হবে সেদিন ফণী মনসা
ছোবল হবে তার হাতিয়ার।
বীরেরা কোন দিন পিছু হয়না
ভয় করেনা কারো
মৃত্যু জেনেও বুক পেতে দেয়
যতই মিসাইল মারো।