জীবন হলো বলদ গাধা
জীবন হলো প্যারা
এই জীবন তাই সর্বক্ষনে
সুখেরে করে তাড়া।
এমনি ভাবে তাড়া করে
সুখ দেয় শেষে ধরা
নিজের দিকে তাকিয়ে জীবন
দেখে সে আধা মরা।
যে সুখের জন্য তিনি
দিন করেছে রাত
বয়সের ভাড়ে সুখ পাখিটা
ছেড়ে দিছে তার হাত।
জীবন এখন শান্তি খোঁজে
লাঠির উপর করে ভর
সব কিছুতে সহসা হারায়
মনেতে বাড়ে ডর।
শান্তি শান্তি করে জীবন
বিছানায় নিয়েছে ঠাঁই
কোন কিছু ভালো লাগেনা
মুছে গেছে অভিপ্রায়।
হঠাৎ একদিন জীবনটারে
আজরাইল নিয়েছে কেঁড়ে
সুখ শান্তি খুঁজতে জীবন
পৃথিবী থেকে গেল ছেড়ে।