কর্ম শেষে বাড়িতে এসে
হাতে থাকেনা কাজ
রান্নার ঘরের কাজটা করি
তাতে নেই তো লাজ।
গ্রামে গিয়ে কাঁচা কাঠাল
এনেছি একটা কেটে
স্বাদ করিয়ে এ্যচোর হবে
মসলা নিলাম বেটে।
কেটে নিলাম কচি কাঠাল
আঠা লাগলো হাতে
সরিষার তৈল মেখে নিবো
ভয় করিনা তাতে।
তৈলের সাথে মসলা কষাই
আহা কি যে স্বাদ!
মনে হচ্ছে শেষ হবে আজ
পাতিলের সব ভাত।
অবশেষে রান্না হলো
রং হয়েছে দারুন
ভালো হলে প্রশংসা করতে
নেইতো তবে বারন।
অদ্ভুত জীবন এ জগতে
সবার জোটেনা সুখ
গভীর রাতে কত মানুষ
কেঁদে ভাসায় বুক।