রমজান তো শেষের পথে
চারিদিকে ঈদের বাজার
অভাবে কাটাই জীবন যাপন
পকেটে নেই তো হাজার।
সেহরিতে খাই ভর্তা ভাজি
জোটেনা ভাল খাবার
মাঠের কুড়ানো শাক সবজি
তা দিয়ে করি আহার।
সারাটি দিন রোজা রেখে
সন্ধার আযান শুনে
পান্তার সাথে মরিচ চিবিয়ে
খেয়ে যাই গুনে গুনে।
মাছ কেনার সাধ্য নেইতো
শুনেছি অনেক দাম
অল্প টাকা রোজগার করি
ঝরিয়ে দেহের ঘাম।
তাই দিয়ে চলে দিনাতিপাত
গরীবের এই সংসার
কখনো আনি মোটা চাল আটা
বাকি নয়তো ধার।
গরুর গোস্ত ধনীদের দোস্ত
সেটা তো হলোনা আপন
এ দুনিয়ায় গরীবের নয়তো
সুখের জীবনযাপন।
ঐ যে খেয়েছি কোরবানি ঈদে
গরুর গোস্তর স্বাদ
একটা দিনে পেট ভরে খেতে
মনে জাগে বড় সাধ।
ছেলে মেয়ে আর বউডার মুখে
দিতে পারিনা ভালো কিছু
দিন রাত খাটি সুখের জন্য
তবু অভাব সরে না পিছু।
দিনে দিনে বেড়েই চলেছে
সকল কিছুর দাম
গরীবের ঘরে ঈদ আনন্দ
শুধুই একটা নাম